আমাদের কাছে দেবী দুর্গা যেন বাড়িরই মেয়ে, আর পাঁচটা মেয়ের বাপের বাড়ি আসতে দেরি হলে যেমন মা দুশ্চিন্তা করেন, উমার ক্ষেত্রেও তাই। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। শুনুন সোহিনী মুখার্জির কণ্ঠে ‘আমার আনন্দিনী উমা আজও’ কেবলমাত্র SVF DEVOTIONAL এ।
Song Titel:
Amar Anandini Uma Ajo (আমার আনন্দিনী উমা আজও) | Sohini Mukherjee | Maa Durga | SVF Devotional
Amar Anandini Uma Ajo Song Details:-
Song: | Amar Anandini Uma Ajo (আমার আনন্দিনী উমা আজও) |
Singer: | Sohini Mukherjee |
Lyrics: | Kazi Nazrul Islam |
Original Composition: | Kazi Nazrul Islam |
Director: | SVF Devotional |
Music Label: | SVF Devotional |
Recorded: | Up Tempo Studio |
Amar Anandini Uma Ajo Lyrics In Bengali:
আমার আনন্দিনী উমা আজও
আসেনি তার মায়ের কাছে!
আনন্দিনী উমা আজও
আসেনি তার মায়ের কাছে।
হে গিরিরাজ দেখে এসো
কৈলাসে মা কেমন আছে!
আসেনি তার মায়ের কাছে।
আমার আনন্দিনী উমা আজও
আসেনি তার মায়ের কাছে।
মোর মা যে, প্রতি আশ্বিন মাসে
মা বলে ছুটে আসে!
মোর মা যে, প্রতি আশ্বিন মাসে
মা বলে ছুটে আসে।
মা আসেনি বলে আজও
মা আসেনি বলে আজও,
ফুল ফোটেনি লতায় গাছে!
আনন্দিনী উমা আজও
আসেনি তার মায়ের কাছে।
তত্ত্ব-তালাশ নিইনি মায়ের
তাই বুঝি মা অভিমানে!
তত্ত্ব-তালাশ নিইনি মায়ের
তাই বুঝি মা অভিমানে।
না এসে তার মায়ের কোলে
ফিরিছে শ্মশানে মশানে।
ক্ষীর নবনী লয়ে থালায়
কেঁদে ডাকি, ‘আয় উমা আয়!’
ক্ষীর নবনী লয়ে থালায়
কেঁদে ডাকি, ‘আয় উমা আয়!’
যে কন্যারে চায় ত্রিভুবন
তাকে ছেড়ে মা কি বাঁচে।
আমার আনন্দিনী উমা আজও
আসেনি তার মায়ের কাছে!
হে গিরিরাজ দেখে এসো
কৈলাসে মা কেমন আছে!
আসেনি তার মায়ের কাছে।
আমার আনন্দিনী উমা আজও
আসেনি তার মায়ের কাছে।