Dindupuer Gaan Lyrics By Arnab Dutta:
Song Title:-
দিনদুপুরের গান | Arnab Dutta | Souptik|Barish | Kolkata Chalantika | Sand Art| New Bengali Song 2022
Dindupuer Gaan Song Details:-
Song: Dindupuer Gaan
Singer: Arnab Dutta
Composition: Souptik Mazumder
Lyrics: Barish
Piano: Souptik Mazumder
Additional vocal design: Suvam Moitra
Mix and Mastered by Suvam Moitra
Dindupuer Gaan Lyrics In Bengali:
জানে সব এ’ বাতাস
কাকে তুই দোসর পাতাস
নিয়ে যাস উড়িয়ে!
পক্ষীরাজে তোর।
দিয়ে মনকে ফাঁকি
গায়ে প্রেম গন্ধ মাখি!
এসে দুই ঠোঁটে যেই বলিস ছুমন্তর।
নেমে রাজপথেই আবার
করছি পাগলামি।
দেখে মুখ লুকায় শহরতলী
জীবনকে দিলাম ওড়ার আস্কারা আমি
লিখে সে-ই পথের পদাবলী।
তোর দিনদুপুরের গান
গেয়ে যায় শুধু আশমান।
শোন ডাকে আমার মন
ডাকে তোকেই জান!
তোর ঘুম ভাঙ্গানোর গান
আমি পাচ্ছি হাওয়ায় কান!
শোন ডাকে আমার মন
ডাকে তোকেই জান।
রটে যাক গোটা দক্ষিণ থেকে উত্তরে
অচেনা রাস্তাঘাট চেনা গলির মোড়ে!
আমি আজ ঘর পালাচ্ছি
যে তোর হাত ধ’রে!
ভবঘুরে….
করে দুই চোখে স্বপ্নেরা পাখনাবাজি
সাথে রোদ পোহালো কিছু খোশমেজাজি।
আমি রোজ শহরের প্রেমে পড়তে রাজি
ভবঘুরে….
তোর দিনদুপুরের গান
গেয়ে যায় শুধু আশমান।
শোন ডাকে আমার মন
ডাকে তোকেই জান!
তোর ঘুম ভাঙ্গানোর গান
আমি পাচ্ছি হাওয়ায় কান!
শোন ডাকে আমার মন
ডাকে তোকেই জান।