Mahabidya Adyashakti Lyrics Nazrul Geeti:
Song Titel:-
Mahabidya Adyashakti (মহাবিদ্যা আদ্যাশক্তি) | Aritra Dasgupta | Kazi Nazrul Islam | SVF Devotional
Song Details:-
Song: dahabiya Adyashakti
Lyric and composition: Kazi Nazrul Islam
Arrangement: Partha Chakraborty
Rhythm: Subir Chakraborty’s guitar
design: Sourav das
Flute: Tanmay Mondal
Percussion : Sanjib sarkar
Studio: Partha’s creation
Mix & Master: Partha Chakraborty
Mahabidya Adyashakti Lyrics in Bengali:
মহাবিদ্যা… মহাবিদ্যা আদ্যাশক্তি
পরমেশ্বরী কালিকা!
মহাবিদ্যা… মহাবিদ্যা আদ্যাশক্তি
পরমেশ্বরী কালিকা।
পরমা প্রকৃতি জগদম্বিকা
পরমা প্রকৃতি জগদম্বিকা
ভবানী ত্রিলোক-পালিকা!
মহাবিদ্যা…….
মহাকালি মহাসরস্বতী
মহালক্ষ্মী তুমি ভগবতী!
মহাকালি মহাসরস্বতী
মহালক্ষ্মী তুমি ভগবতী।
তুমি বেদমাতা, তুমি গায়ত্রী
তুমি বেদমাতা, তুমি গায়ত্রী।
ষোড়শী কুমারী বালিকা…
মহাবিদ্যা…
মহাবিদ্যা আদ্যাশক্তি
পরমেশ্বরী কালিকা…
মহাবিদ্যা…
কোটি ব্রক্ষ্মা, বিষ্ণু, রুদ্র
মা মহামায়া তব মায়ায়!
কোটি ব্রক্ষ্মা, বিষ্ণু, রুদ্র
মা মহামায়া তব মায়ায়।
সৃষ্টি করিয়া করিতেছ লয়
সৃষ্টি করিয়া করিতেছ লয়।
সমুদ্রে জলবিম্ব-প্রায়!
অচিন্ত্য পরমাত্মারূপিণী
সুর-নর চরাচর-প্রসবিনী!
অচিন্ত্য পরমাত্মারূপিণী
সুর-নর চরাচর-প্রসবিনী।
নমস্তে…, নমস্তে…, নমস্তে…
নমস্তে শিবে অশুভ নাশিনী!
নমস্তে শিবে অশুভ নাশিনী।
তারা মঙ্গল সাধিকা
মহাবিদ্যা…
মহাবিদ্যা আদ্যাশক্তি
পরমেশ্বরী কালিকা
মহাবিদ্যা…
পরমা প্রকৃতি জগদম্বিকা
ভবানী ত্রিলোক-পালিকা!
মহাবিদ্যা…, মহাবিদ্যা…, মহাবিদ্যা…