O Bapui Chengra Re Lyrics (বাপুই চেংড়া রে) Ankon

O Bapui Chengra re Song By Ankon :

Bapui Chengra Re || IPDC আমাদের গান || Ankon

‘আমাদের গান’-এর এবারের পরিবেশনা শ্রোতাপ্রিয় লোকগান ‘বাপুই চ্যাংড়া রে’। এই শিরোনামে বাংলায় দুটি ভাওয়াইয়া গানের খোঁজ পাওয়া যায়। এর একটি রচনা করেন আব্দুল করিম এবং অন্যটি রচনা করেন প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায়-এর পিতা প্রয়াত হরলাল রায়। আব্দুল করিম-এর লেখা গানটি এখানে পরিবেশিত হয়েছে।

প্রয়াত আব্দুল করিম অসংখ্য জনপ্রিয় ভাওয়াইয়া গানের গীতিকার। তিনি বাংলা গানের ইতিহাসের এক অনবদ্য নাম আব্বাসউদ্দীন আহমদ-এর ছোট ভাই। বাংলা লোকসঙ্গীতে সংস্কৃতিমনা এই পরিবারের প্রতিভা ও প্রচেষ্টার অবদান অনস্বীকার্য।

আব্দুল করিম-এর কথা ও সুরে সৃষ্ট গানটির মূল শিল্পী ছিলেন আব্বাসউদ্দীন আহমদ-এর কন্যা আরেক প্রখ্যাত শিল্পী ফেরদৌসী রহমান।

‘বাপুই চ্যাংড়া রে’ একটি প্রেমাবেগপূর্ণ সঙ্গীত। এক যুবকের কাছে এক অবলা নারীর জলপাই পেড়ে দেওয়ার মিষ্টি আবদারের মধ্য দিয়ে গানটিতে প্রেমের ইঙ্গিত ফুটিয়ে তোলা হয়।

আমাদের এবারের পরিবেশনা আব্দুল করিম-এর জনপ্রিয় গানঃ

Song:বাপুই চ্যাংড়া রে
Singer: অংকন
Lyrics:আবদুল করিম
Music:পার্থ বড়ুয়া
Director:রাশিদ খান ও পার্থ বড়ুয়া
Music Label:IPDC আমাদের গান
Special thanks to:হাসান আবিদুর রেজা জুয়েল
Release Date:27/09/2022

Bapui Chengra re lyrics in Bengali:

ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা,
ও মোক জলপই পাড়িয়া দে। (২ বার)

তুইও দুইডা নেরে বাপু মোক দুইডা দে। (২ বার)
আরও দুইটা দেরে বাপুই আচারের বাদে!
ওরে আরও দুইটা দেরে বাপুই ছাওয়ালের বাদে।

ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।

তুই রে বাপুই চেংড়া মানুষ
কিছুই বুঝিস না,
হায়রে কিছুই বুঝিস না…

তুই রে বাপুই চেংড়া মানুষ
কিছুই বুঝিস না….
মুইও যে অবলা নারী
ও মোর মনটা মানে না।

ও বাপুই চেংড়া রে,
গাছোত উঠিয়া দুইডা হা!
ও মোক জলপই পাড়িয়া দে।

তুই যে বাপু চেংড়া বন্ধু চিকন কালা
হায়রে চিকন কালা
ও তুই চিকন কালা। (২ বার)

ওরে মুইও যে অবলা নারী
আলাভোলা হা!
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পারিয়ে দে।

ও বাপুই চেংড়া রে
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।

তুই রে বাপুই বাজাজ বাঁশি
কদমতলা,ঐ না কদমতলা..
তুই রে বাপুই বাজাজ বাঁশি
কদমতলা,ঐ না কদমতলায়।

ওরে মুই নারীটা আসুম জলে
ঐ না সাঁঝের বেলায়!
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।

ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা,
ও মোক জলপই পাড়িয়া দে। (২ বার)
ও মোক জলপই পাড়িয়া দে।।

Leave a Comment