Patitodharini Gange Lyrics (পতিতোদ্ধারিণি গঙ্গে) Dwijendralal Roy

Patitodharini Gange Lyrics By Dwijendralal Roy:

যুগ যুগ ধরে হাজার হাজার মানুষের পাপস্খলনের পরেও গঙ্গা চিরপবিত্র নদী হিসেবেই বহমান। দ্বিজেন্দ্রলাল রায়ের এই গানে ফুটে উঠেছে সেই স্রোতস্বিনী গঙ্গারই বন্দনা। শুনুন এই গান বিভবেন্দু ভট্টাচার্যের কন্ঠে।

Song title:-
Patitodharini Gange (পতিতোদ্ধারিণি গঙ্গে) | Lyrical Video | Bibhabendu Bhattacharya | SVF Devotional

Patitodharini Gange Song Details:-

Song Name:Patitodharini Gange
Singer:Bibhabendu Bhattacharya
Sarod:Debanjan Bhattacharjee
Lyrics & Tune:Dwijendralal Roy
Music Label:SVF Devotional

Patitodharini Gange Lyrics In Bengali:-

পতিতোদ্ধারিণী গঙ্গে, ওগো মা!
পতিতোদ্ধারিণী গঙ্গে, পতিতোদ্ধারিণী গঙ্গে
ওগো মা! পতিতোদ্ধারিণী গঙ্গে।

শ্যামো বিটপী ঘন তট বিপ্লাবিনী
ধূসর তরঙ্গ ভঙ্গে! মা….
পতিতোদ্ধারিণী গঙ্গে, ওগো মা!
পতিতোদ্ধারিণী গঙ্গে।

কত নগ-নগরী তীর্থ হইল!
তব চুম্বী চরণ যুগমায়ী,
কত নর-নারী ধন্য হইল মা
তব সলিলে অবগাহি। (২ বার)

বহিছ জননী এ ভারতবর্ষে
কত শত যুগ যুগ বাহি!
করি সুশ্যামল কত মরু-প্রান্তর
শীতল পুণ্য তরঙ্গে। মা..
পতিতোদ্ধারিণী গঙ্গে, ওগো মা!
পতিতোদ্ধারিণী গঙ্গে।

নারদ কীর্তন পুলকিত মাধব
বিগলিত করুণা করিয়া…
ব্ৰহ্ম কমণ্ডলু উচ্ছলি ধূর্জটি
জটিল জটাপর ঝরিয়া!
অম্বর হইতে সোমশত ধারা
জ্যোতিঃ প্রপাত তিমিরে।

নাহি ধরায় হিমাচল মূলে
মিশিলে সাগর সঙ্গে!
পতিতোদ্ধারিণী গঙ্গে, ওগো মা!
পতিতোদ্ধারিণী গঙ্গে।

পরিহরি ভব সুখ-দুঃখ যখন মা,
শায়িত অন্তিম শয়নে!
বরিষ শ্রবণে তব জল কলরব,
বরিষ সুপ্তি মম নয়নে!
বরিষ শান্তি মম শঙ্কিত প্রাণে,
বরিষ অমৃত মম অঙ্গে।

মা ভাগীরথী জাহ্নবী সুরধুনী
মা… মা….
মা ভাগীরথী জাহ্নবী সুরধুনী।
কলকল্লোলিনী গঙ্গে৷ মা…
পতিতোদ্ধারিণী গঙ্গে, ওগো মা!
পতিতোদ্ধারিণী গঙ্গে।

শ্যামো বিটপী ঘন তট বিপ্লাবিনী
ধূসর তরঙ্গ ভঙ্গে! মা….
পতিতোদ্ধারিণী গঙ্গে, ওগো মা!
পতিতোদ্ধারিণী গঙ্গে।

Leave a Comment