Shoshi Kanto Dhor Lyrics (শশীকান্ত ধর) Sabbir Nasir

Song Title:-
Shoshi Kanto Dhor | শশীকান্ত ধর | Sabbir Nasir | Sampa Biswas | Bangla New Folk Song 2022

Shoshi Kanto Dhor Song Details:-

গান: শশীকান্ত ধর
কন্ঠঃ সম্পা বিশ্বাস, সাব্বির নাসির
কথা, সুর ও সংগীতঃ প্লাবন কোরেশী
অভিনয়ঃ মার্জান, কবির
ক্যামেরাঃ প্রীতুল, তাহসিন, সূর্য
এডিটঃ ইভান
কস্টিউমঃ নওরীন ফেরদৌস , তাবাসসুম
রূপসজ্জাঃ নবাব
গ্রাফিক্সঃ ফরিদ
প্রচ্ছদঃ নাহিদ
লেবেল: Sabbir Nasir

Shoshi Kanto Dhor Lyrics In Bengali:

ছেলে: জল ভরো সুন্দরী কন্যা
জলে দিয়া ঢেউ
ঢেউয়ের তোড়ে পরাণ ভাসে
দেখার নাই তো কেউ
মেয়ে: ভিনদেশিয়া নাগর তোমার
কোথায় বাড়ি-ঘর
আড়ে-আড়ে দেখো আমায়
নাই কি মনে ডর
ছেলে: ভবা মাঝির পোলা আমি
শশীকান্ত ধর
থাকলে রাজি মনের কথা
বলি পরস্পর
মেয়ে: না না বাপু, না না না না
লাগছে ভীষণ ডর
ছেলে: থাকলে রাজি মনের কথা
বলি পরস্পর।।

ছেলে: কেবা তোমার পিতা-মাতা
কেবা তোমার ভাই
কার কাছে জানাবো দাবি
আমি তোমায় চাই
মেয়ে: গর্ভে থাকতে পিতা মইলো
শিশুকালে মা
আশ্রমেতে হইছি ডাঙ্গর
এই তো ঠিকানা
আমার, নাই গো সাথি, বলবো কারে
জীবনে কী ঝড়-
ছেলে: ভবা মাঝির পোলা আমি শশীকান্ত ধর।।

ছেলে: অঙ্গ তোমার কলমি লতা
কন্ঠে ফুলহার
এমন দ্যুতি তুচ্ছ করে
সাধ্য আছে কার?
মেয়ে: রিক্ত ছিলাম, শূন্য আছি
একলা থাকতে চাই
বিনয় করে বলছি আমার
প্রেমের দরকার নাই
আমি, এমন ফাঁদে পা দেবো না
কাঁদবো জনমভর-
ছেলে: সারা জীবন থাকবে পাশে শশীকান্ত ধর
তুমি, থাকলে রাজি মনের কথা
বলি পরস্পর।।

Leave a Comment