Pa Fata Bisham Latha Lyrics (পা ফাটা বিষম ল্যাঠা লিরিক্স) Suchona Sheli|Folk Song

পা ফাটা বিষম ল্যাঠা | Suchona Sheli | Bangla Baul | Folk Songs

গানঃ পা ফাটা বিষম ল্যাঠা
শিল্পীঃ সূচনা শেলী
কথা ও সুরঃ হাউড়ে গোঁসাই
সঙ্গীত আয়োজন- উজ্জ্বল ভট্টাচার্য
গিটার ও মেন্ডোলিন: আনন্দ
কী বোর্ড: আল আমিন
ড্রামস: মিথুন
বেজ: দীপু
পারকাশন- উজ্জ্বল ভট্রাচার্য
বাঁশি- রানা
সাউন্ড- শোভন আহমেদ
সহযোগী পরিচালক: মো: মামুনুর রশীদ শ্রাবন

Pa Fata Bisham Latha Lyrics In Bengali:

অন্যেরে জানাইলে দুঃখ…
অন্যরে জানাইলে দুঃখ…
অন্যরে জানাইলে দুঃখ
হাসে মনে মনে!…
পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে।

অন্যেরে জানাইলে দুঃখ…
অন্যরে জানাইলে দুঃখ…
অন্যরে জানাইলে দুঃখ
হাসে মনে মনে!…

পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে!
পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে।

অন্য কলি জীবে ধন্য
প্রবক্ত হয় নামে!
ও জী প্রবক্ত হয় নামে। (২ বার)

আমার মন বলে যাবো সেথায়
আমার মন বলে যাবো সেথায়…
মন বলে যাবো সেথায়…
আমার পা চলে না ক্যানে
আমার পা চলে না ক্যানে!…

পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে!
পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে।

পথের কথা মনে হলে
ভাবনা ওঠে দিলে আমার!
ভাবনা ওঠে দিলে।…(২ বার)

কুঁজো কুঁজো ঢেলা দেখে
কুঁজো কুঁজো ঢেলা দেখে….
কুঁজো কুঁজো ঢেলা দেখে!
আমার অন্ধকার হয় দিনে
আমার অন্ধকার হয় দিনে।

পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে!
পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে।

নয় ফাটাতে দেহ গড়া
ফাটা, নয় দিকে তে জানে!…
নয় দিকে তে জানে। (২ বার)

গোসাই কাউরে বলে গলোই ফাটা
কাউরে বলে… গলোই ফাটা!
কাউরে বলে গলোই ফাটা।
ও ফাটা আমার হলো ক্যানে
ও ফাটা আমার হলো ক্যানে।

পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে!
পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে।

অন্যেরে জানাইলে দুঃখ…
অন্যরে জানাইলে দুঃখ…
অন্যরে জানাইলে দুঃখ
হাসে মনে মনে!…

পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে।
পা ফাটা বিষম ল্যাঠা
যার ফাটে সে জানে।।

“পা ফাটা বিষম জ্বালা” গানটি গেয়েছেন সূচনা শেলী। গানটির মূল শিল্পী এবং লিখেছেন হাউরে গোসাই। ধন্যবাদ।

Leave a Comment