Jodi Dakar Moto Paritam Dakte Lyrics (যদি ডাকার মতো পারিতাম ডাকতে) Shyama Sangeet

Jodi Dakar Moto Paritam Dakte Lyrics By, Kangal Harinath Majumder:

Song Title:-
Jodi Dakar Moto Paritam Dakte – Aruna Naskar | যদি ডাকার মতো পারিতাম ডাকতে | SVF Devotional

Maa Shyama watches over us all like a dutiful mother, taking care of our spiritual needs and helping us through our difficult times. “Jodi Dakar Moto Patitam Dakte” has been written & composed by Kangal Harinath Majumder, check out this ode to Maa Shyama in the voice of Aruna Naskar only on SVF Devotional.

Jodi Dakar Moto Paritam Dakte Song Details:-

Song: Jodi Dakar Moto Paritam Dakte (যদি ডাকার মতো পারিতাম ডাকতে)
Lyrics & Tune: Kangal Harinath Majumder
Artist: Aruna Naskar
Music: Dr.Tapan Roy
Music Arrangement: Nilotpal Chakraborty
Musicians: Suman Das, Bubai Nandy, Subrata Basu, Nilotpal Chakraborty, Kingshuk Basu & Ramkrishna Paul
Recordist: Gautam Debnath (Studio Kusum)

Jodi Dakar Moto Paritam Dakte Lyrics Bengali:

যদি ডাকার মতো পারিতাম ডাকতে
যদি ডাকার মতো পারিতাম ডাকতে।
তবে কি মা এমন করে…
তবে কি মা এমন করে…
তুমি লুকিয়ে থাকতে পারতে
তুমি লুকিয়ে থাকতে পারতে!
যদি ডাকার মতো পারিতাম ডাকতে
যদি ডাকার মতো পারিতাম ডাকতে।

আমি নাম জানিনে ডাক জানিনে
আবার জানিনে মা কোনও কথা বলতে। (২ বার)
তোমায় ডেকে দেখা পাইনে তাইতে…
তোমায় ডেকে দেখা পাইনে তাইতে…
আমার জনম গেল কাঁদতে
আমার জনম গেল কাঁদতে!
যদি ডাকার মতো পারিতাম ডাকতে
যদি ডাকার মতো পারিতাম ডাকতে।

দুখ পেলে মা তোমায় ডাকি…
আবার সুখ পেলে চুপ! করে থাকি ডাকতে!
দুখ পেলে মা তোমায় ডাকি…
আবার সুখ পেলে চুপ! করে থাকি ডাকতে।

তুমি মনে বসে মন দেখো মা
তুমি মনে বসে মন দেখো মা!
আমায় দেখা দাও না তাইতে
আমায় দেখা দাও না তাইতে!
যদি ডাকার মতো পারিতাম ডাকতে
যদি ডাকার মতো পারিতাম ডাকতে।

ডাকার মতো ডাকা শিখাও…
না হয় দয়া করে দেখা দাও আমাকে!
ডাকার মতো ডাকা শিখাও…
না হয় দয়া করে দেখা দাও আমাকে।

আমি তোমার খাই মা তোমার পরি
আমি তোমার খাই মা তোমার পরি!
কেবল ভুলে যাই নাম করতে
কেবল ভুলে যাই নাম করতে!
যদি ডাকার মতো পারিতাম ডাকতে
যদি ডাকার মতো পারিতাম ডাকতে।

কাঙাল যদি ছেলের মতো…
তোমার ছেলে হতো তবে পারতে জানতে!
কাঙাল যদি ছেলের মতো…
তোমার ছেলে হতো তবে পারতে জানতে।

কাঙাল জোর করে কোল কেড়ে নিত
কাঙাল জোর করে কোল কেড়ে নিত!
নাহি সরত বললে সরতে
নাহি সরত বললে সরতে!
যদি ডাকার মতো পারিতাম ডাকতে
যদি ডাকার মতো পারিতাম ডাকতে।

তবে কি মা এমন করে…
তবে কি মা এমন করে!
তুমি লুকিয়ে থাকতে পারতে
তুমি লুকিয়ে থাকতে পারতে?
যদি ডাকার মতো পারিতাম ডাকতে
যদি ডাকার মতো পারিতাম ডাকতে।

সন্তানের ডাকে মা যেমন সাড়া না দিয়ে পারেন না, তেমনই জগৎ সংসারের মা শ্যামাকেও মন প্রাণ দিয়ে ডাকলে তিনি সাড়া দেন। কাঙাল হরিনাথ মজুমদারের কথা ও সুরে শুনুন অরুণা নস্করের কন্ঠে ‘যদি ডাকার মতো পারিতাম ডাকতে’ কেবলমাত্র SVF Devotional এ।

Leave a Comment